Thursday, November 13, 2008

Ekjon RaTrir OpeKkha ......(Bangla)


একজন রাত্রির অপেক্ষা ....







চোখ খুলতেই অজানা এক আশংকায় বুকটা ধক করে উঠলো রাত্রির, চারিদিকের অতি চেনা পরিবেশটাও কেন যেন আজ বড় অচেনা মনে হচ্ছে.... ঘাড় ঘুরিয়ে তাকাতেই চমকে উঠলো - আরে ওখানে না একটা নতুন টেবিল ছিল, এ পুরনো টেবিল কাচের জগ আর কাসার গ্লাস কোথ্থেকে আসলো ? চির চেনা দেয়ালগুলোর ক্ষয়িষ্নু চেহারা ক্ষতবিক্ষত করে দিচ্ছে যেন তার হৃদয়ের প্রতিটি বর্গ সেন্টিমিটারকে .... এইতো সেদিন নিজ হাতে কোমরে শাড়ির "ওর" সাথে আচল পেচিয়ে রং করেছিল এই দেয়াল ... "ওর" নামটি মুখে আনতে এখনো লজ্জা করে বলে রাত্রি তার নাম নেয় না ....

পাশের ঘরে কোন একটি বাচ্চা কান্না করছে.... আরে, কেই ধরছে না কেন ? ..... সবাই কি মরে গেছে নাকি এ বাসার ? .... কিরে তোরা কেউ ধর না গিয়ে বাচ্চাটাকে..... জোরগলায় চিৎকার দিতে গিয়ে সে টের পেল গলা থেকে শুধু ঘড় ঘড় আওয়াজ ছাড়া আর কিছু বের হচ্ছে না ..... অনেক কষ্টের সাধনার পরে গলা দিয়ে কিছু শব্দ বের করার পরেও তা পাখির বাচ্চার চিঁ চিঁ থেকে খুব বেশি জোরে না হওয়ার কারনে সে চেষ্টাও বাদ দিয়ে নিজেই উঠে বাচ্চাটিকে সামলানোর পরিকল্পনা করলো .... কিন্তু একি , শরীর দেখি বিছানার সাথে একাত্বতা ঘোষনা করে চুম্বকের মতো লেগে রয়েছে... নাহ , এভাবে শরীরকে মনের উপরে জয়ী করা চলবে না, মনের জোরে এবার কাজ করতে হবে ....চোখ বন্ধ করে, কম্পমান হাতদুটির উপরে ভর করে এক নিশ্বাসে কিছুদুর উপরে উঠতেই সোজা ধপাস করে গদিবিহীন খাটের উপরে পড়ে কংকালশরীরের মেরুদন্ডে বোধকরি আরেকটি ফাটল ধরালো রাত্রি ....

নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়লো .... এই তো সেই খাট,এ বাড়িতে এসে যে খাটেই সে প্রথম শুয়েছিল ওর সাথে .... নরম তুলতুলে গদির বিছানার লাল রং এর মখমলের চাদর বিছানো ছিলো ... তার উপরে ছিল হরেক রকম ফুলের পাপড়ি ... ওর বিদায়ের সাথে সাথে সব কিছুর ই বিদায় হয়ে গেছে ..... রয়ে গেছে শুধু কংকালসম এ খাট, জীর্ন-ক্ষয়িষ্নু শরীরের রাত্রি আর তার কিছু বিবর্ন স্মৃতি।


হায় !! ...... কি পরিবর্তন .... সেই দিন .... আর এই দিনে .... এখন শুধু অপেক্ষার পালা ..... ওর সাথে দ্বিতীয় মিলনের।

No comments: