* ~ কোকড়া চুলওয়ালী আমাকে ঈদী দিসে ~ * 
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

আমার ব্লগে যারা আসেন তারা সবাই কোকড়া চুলওয়ালীকে চিনেন .... দেড় ফুটি, লম্বা কোকড়া চুলওয়ালী তার বড় বড় চোখে তাকিয়ে আমাকে বকা দিয়ে কি করেছিল তা আগের একটি পোষ্টে দিয়েছিলাম .... আজকে ওর সাথে আমার ঈদে ঘটে যাওয়া ছোট্ট একটা কাহিনী বলি --
দেশের ঈদ মানেই অন্যরকম আনন্দ ... রাতে যত দেরী করেই ঘুমাই না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ঈদের নামাজ পড়তে যাওয়া, সেখানে ঘন্টা কয়েক ধরে নামাজ পড়ার পরে সবার সাথে কোলাকুলি করা, আনন্দ করা ... খাওয়া দাওয়া, হৈ-হুল্লোড় করা এসব তো ছিল অনেক আনন্দের ব্যাপার ... এর মাঝেও যে জিনিসটা খুব উৎসাহের সাথে করতাম, তা হলো -- সালামী / ঈদী নেয়া ... এই কাজে, বড়দের পকেট কাটায় একরকম ওস্তাদ ছিলাম


এবারের কাহিনী হইছে অন্যরকম .... কোকড়া চুলওয়ালীরে সব্বাই আদর করে ... এ জন্য এদেশেও উনি বেশ ভাল ঈদ উপহার এবং ঈদী পান ... এবার ঈদের পরে তার সাথে দেখা হলে পরে কড়া টাইপ আদর আর হাজার খানেক শক্ত চুমু দিয়ে কোলে নেয়ার পরে তার মুখ দেখে বুঝেছিলাম মনে মনে কিছু একটা বলতে চাইছে ...
আমি আসকাইলাম -- কি কাহিনী ? ...

বললো -- আমার ঈদী কৈ ? ....

শুইনা আমি তো পুরা টাসকি খেয়ে গেছি

এটা বের করার জন্য আমি আবার আসকাইলাম -- ঈদী কি জিনিস ?


ও বলে -- ঈদের সময় বড়রা খুশী হয়ে ছোটদেরকে টাকা দেয়......

আবার জিগাইলাম -- ক্যান ?

ও বললো -- আম্মু যে চকলেট কিনে দেয়না সেগুলো যেন ওদের ইচ্ছা মত কিনে খেতে পারে

আমি আবার জিগাইলাম -- তা আমি তোমারে ঈদি দিবো ক্যান ?

ও বললো -- তুমি না আমার বড় ?

আমি বললাম -- আমি কোথায় তোমার থেকে বড় বলো ? আমি না এই মাত্র তোমার কাছ থেকে শিখলাম ঈদী কাকে বলে ? ... আমি বড় হলে তো এটা আমার আগেই জানা থাকতো তাই না ? .... তাহলে সত্যিকারের বড় কে বলতো ?

বেচারী কিছুক্ষন চুপচাপ চিন্তা করে বলে --- হুমমম .... ঠিক আছে, এই নাও এবার আমিই তোমাকে ঈদি দিচ্ছি ... এর পরে আর কখনো ভুলবানা কিন্তু

আমি কইলাম --- জ্বি বস !!!!

সে আমারে টাকা দিতে চাইছিল, কিন্তু আমি কইছি আমারে তার প্রিয় জিনিসগুলোর মধ্যের কোন একটা দিতে .....ঐ মূহুর্তে ওর হাতে যেটা ছিল সেটাই আমাকে ঈদি হিসেবে দিয়ে দিছিল সোনামনি টা

No comments:
Post a Comment