সবাই মিলে আমার সাথে
এ ষড়যন্ত্র করেছিল...
০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩

ও কালকে রাতে এসেছিল বেশ দেরি করেই.... প্রতিদিন আমি ওর জন্য খাবার নিয়ে বসে থাকি, কিন্তু কালকে আমার যে কি হয়েছিল - ১০টা বাজতেই আকাশ- পাতাল এক করে ঘুম আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল বিছানায়... হয়ত তার সাথে দেখা না করানোর জন্যই সবাই মিলে আমার সাথে এ ষড়যন্ত্র করেছিল..... না হলে এমন করে ঘুম আসবে কেন ?
বৌ মা কালকে আমাকে কেন জানি একটু বেশী আদর করে বেশী খাইয়ে দিয়েছিল.... এ জন্যই তো খাবার শেষ করার পরপরই ধুমধাম ঘুম এসে গিয়েছিল, ওর জন্য অপেক্ষা করতে দিবে না বলেই বৌ মা এমন করে খাইয়েছিল ...... তার সাথে দেখা না করানোর জন্যই সবাই মিলে আমার সাথে এ ষড়যন্ত্র করেছিল.......
ওকে ছাড়া আমি তো খেতাম না ..... কাল কেন আমার এত ক্ষুধা লেগেছিল ? .... কেন আমি আরেকটু সহ্য করে থাকতে পারলাম না ? মন না চাইতেও কেন আমি খেয়ে ফেলেছিলাম ? তার সাথে দেখা না করানোর জন্য নিজের শরীর ও আমার সাথে এমন ষড়যন্ত্র করতে পারলো ?.....
আমি নিজ হাতে তুলে না দিলে ও কখনো খেতে চাইতো ..... তা সে ঘরে হোক অথবা বাইরে ..... আমাকে ডেকে ডেকে ঘর মাথায় করে তুলতো যদি আমি ভাত না বেড়ে দিতাম ..... কালকে রাতে ওর কি হয়েছিল যে এমন করে চুপচাপ খেয়ে নিলো, একবার ও কি ও আমাকে ডাকেনি ? ..... আমার কান ও কি তাহলে কাল রাতে ষড়যন্ত্র করেছিল ?
ওকে তো আমি নিজের হাতে খাওয়ার পরে মুখ মুছে দিতাম .... এখন অবাক হয়ে দেখছি সে খাওয়ার পরে এত পরিষ্কার করে কিভাবে মুখ পরিষ্কার করেছিল ..... আমার মাথায় আসছে না ..... এটা সে নিজে করেছিল নাকি অন্য কেউ ? ..... আর কে করতে পারে আমার বিরূদ্ধে ষড়যন্ত্র ? .....
মাঝরাতে আমি ড্রইংরুমের পাশ দিয়ে বাথরুমে গিয়েছিলাম, তখন একবার উকি দিয়ে দেখলেও হয়তো ওর হাসি হাসি মুখ খানা দেখতে পেতাম ..... আরো একবার ওর কন্ঠে মিষ্টি ডাকটি শুনতে পেতাম ...... আমার মন ও কি তবে আমার সাথে ষড়যন্ত্র করেছিল ?
শেষ সময়ে ওর কি অনেক কষ্ট হয়েছিল ? ..... সে কি আমাকে মা বলে ডেকেছিল ? .... সে কি বেচে থাকার শেষ চেষ্টা টুকু করতে পেরেছিল ? ....... আমি কেন এসবের কিছুই টের পেলাম না ? ......... তবে কি আল্লাহ তুমি ও আমার সাথে ............
( এ কথাগুলো এক অভাগা মায়ের, যার একমাত্র যুবক ছেলে সেদিন রাতে ঘরে ফেরার পরে সকালের সূর্যদয় দেখার পূর্বেই সবার মায়া ত্যাগ করে চলে গিয়েছে....... অনেক অনেক দুরের অজানা গন্তব্যে .....
তার লাশের পাশে বসে তিনি মূর্ছা যাওয়ার আগ পর্যন্ত এ বিলাপ করে যাচ্ছিলেন ....
No comments:
Post a Comment