Tuesday, January 26, 2010

হৃদয়ের কথোপকথন

হৃদয়ের কথোপকথন

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫৫





:: আচ্ছা , আমি যদি ঘুড়ি হতাম তবে কি করতি ?
> রাঙ্গা সুতোয় তোকে বেধে রাখতাম, সারা জীবনের তরে ...
:: যদি অন্য সুতো এসে কেটে দিতে চাইতো সে বাঁধন?
> হতেম তবে আমি কাঁচ ভাঙ্গা মান্জা দেয়া, শক্ত সুতো...

:: হুমম , আমি যদি নদী হতেম তবে কি করতি ?
> নৌকো হয়ে থেকে যেতাম তোর কোলে, চিরকালের তরে ...
:: যদি সাগরের ডাকে উথাল পাতাল হয়ে উঠতো আমার মন ?
> তোর বুকে নোঙ্গর করে আকড়ে থাকতাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত ...

:: আচ্ছা , আমি যদি মেঘ হতাম তবে কি করতি ?
> তোর নীল রঙ গায়ে মেখে হারিয়ে যেতাম দিগন্তে ...
:: যদি হয়ে যেতাম মন খারাপ করা কালো মেঘের দল ?
> অপেক্ষা করতাম, কবে বৃষ্টি হয়ে ঝরবি আমার উপরে ...

:: যদি হতাম পাগলা হাওয়া, তবে কি হতো ?
> উড়ে যেতাম তোর সাথে , ছেড়া কাগজের মত ...
:: যদি তোকে ছেড়ে হারিয়ে যেতাম দুরে কোথাও ?
> তবে অপেক্ষা করতাম ঠিক সেই বিন্দুতে, আমৃত্যু ...

:: আর যদি হতেম আমি কদম ফুল, তবে ?
> বৃষ্টি হয়ে ধুয়ে দিতাম তোর সব কষ্টের দাগ ...
:: আর যদি হতেম কোন ক্ষনজন্মা ফুল ?
> তবে বিধাতার থেকে বদলে নিতেম, তোর আয়ুষ্কাল ....

No comments: