
দু চোখ মেলে তাকাই
ঐ নীল দিগন্ত পানে
এক টুকরো মেঘের প্রতীক্ষায়....
হয়তো আসবে সে দিন
ফুরাবে প্রতীক্ষার প্রহর
মিলন হবে এক দল মেঘদূতের সাথে...
চারিদিকে তীব্র আলোকের ছড়াছড়ি
সেই সাথে দেখি ধূ ধূ বালু চর
অনন্ত অসীম অনাকাংক্ষীত সত্য...
অবসন্ন মনে বসে থাকা
অপ্রত্যাশিত সত্য নিয়ে
কাল্পনিক ভবিষ্যতের আশায় ...
কবে পাব সেই মেঘ দূতের দেখা ?
কবে দেখব ধূ ধূ বালুচরে বসন্তের হাজার রং এর খেলা ?
কবে হবে এক পশলা বৃষ্টি ...... আমার জীবনে .....
বসে আছি সেই প্রতীক্ষায় ........
No comments:
Post a Comment