Wednesday, September 19, 2012

মনের কথা বুঝতে পারলে কেমন হত ?

 


মনের কথা এমন এক জিনিস যা সহজে বোঝা যায় না। কত শত সমস্যা আমাদের সামনে হাজির হয় শুধুমাত্র অন্যের মনের কথা না বোঝার কারনে .. মনের কথা বুঝতে পারা ও যে খুব একটা সুখকর হবে তাও মনে হয় ঠিক না।

কেমন হবে যদি একদিন ঘুম থেকে উঠে দেখা গেল.. সামনের সবার মনের কথা বোঝা যাচ্ছে ?

চিত্রটা হয়ত এমন হতে পারে --- >>

ঘুম থেকে ছোট বোন জাগিয়ে দিল এই বলে যে -- ভাইয়া ওঠো, অনেক বেলা হয়েছে (মনে মনে -- আমার ভাই কেমন করে কুম্ভকর্ন হয়েছে কে জানে, প্রতিদিন তাকে সকাল সকাল জাগাতে মেজাজটাই খারাপ হয়ে যায়)

মা ডাকছেন নাশতা খেতে -- >> জলদি আয় খেয়ে নে, নাশতা ঠান্ডা হয়ে গেল যে ( মনে মনে -- বাপ বেটা ২টা তো আমার জীবনটা জালিয়ে খেলো..... একটা কাজ যদি ঠিকমত করতে পারতো .....।)

বাবা -- >> (মনে মনে -- এ তো দেখি আমার চেয়ে নিকাম্মা হবে, আল্লাই জানে এই ছেলে বৌ এর হাতে প্রতিদিন ..... নাহ থাক ! এমন অলুক্ষনে কথা চিন্তা করবো না )

কোন রকমে নাশতা খেয়ে রাস্তায় বের হতেই রাস্তার ওপারে বসে হাপাতে থাকা কুকুরের মনের কথা শুনে চমকে ও যেতে পারেন...... (কুকুর মনে মনে বলছে -- উফ: কোন দু:খে যে দারোগা বাড়ীর পাপ্পীটাকে দেখটে গিয়েছিলাম, না হলে তো জান বাচানোর জন্য এমন দৌড় দিতে হত না ।)

রাস্তার যানজটের কারনে ২ ঘন্টা দেরিতে ডেটিং স্পটে পৌছানোর পরে জান এর অভিমান শুরু হল -- >> হাতে ঘড়ি দিয়েছ কেন যদি সময়মত পৌছাতে না পার ? (মনে মনে --- উফ : আজকে বড্ডো বেচে গিয়েছি, আমিই তো আসলাম ৫ মিনিট আগে)

তোমার হাত ঘড়ি দাও আমি নিজের হাতে ভেংগে ফেলবো (মনে মনে - ইশ: এত শখ করে কিনে দেয়া ঘড়ি নিজের হাতে ভাংবো আমার কি মাথা খারাপ? পাগলটা আবার না ঘড়িটা খুলে দেয় ভাংতে ,তাহলে তো আমিই বিপদে পড়ে যাব )

কি, মুখ দিয়ে কোন কথা বের হয়না কেন?... যাও তোমার সাথে আমি কথা বলবনা... (মনে মনে -- ও আল্লাহ !! আজকে অনেক বকা দিচ্ছি আমার জানটা কে, প্লিজ ও যেন কথা বন্ধ না করে.... তাহলে যে আমি কানতে কানতে শেষ হয়ে যাব)

তোমার মত অসভ্যের সাথে আমি কোন সম্পর্ক রাখব না (মনে মনে - একটু হাত ধরে মিষ্টি করে সরি বল্লেই তো আমি ঠিক হয়ে যাব .... একটু আদর পাব বলে এত কিছু করছি ... বোকাটা বুঝতে পারছেনা কেন ?)




০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৮


No comments: