স্বীকারোক্তি .....
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৭

কাল সারাদিন ঝির ঝির বৃষ্টিতে
সিক্ত হৃদয়ে তোমায় ভালবেসেছি,
সন্ধ্যার গোধুলী আলোর আবীরে রাঙ্গীয়ে
তোমায় ভালবেসেছি,
গভীর রাতে কাল বৈশাখীর ঝড়ের সাথে
যুদ্ধ করে তোমায় ভালোবেসেছি ...
ভোরের শিশির সিক্ত ঘাসের নরম ছোঁয়ায়
ঘুম ভাঙ্গিয়ে তোমায় ভালবেসেছি
সূর্য় কিরণের ঊষ্ম আদর মাখিয়ে
তোমায় ভালবেসেছি
আজকের ঝলমলে দিনের
ঊজ্বল আলোর ভেলায় ভাসিয়ে তোমায় ভালোবাসছি .....
তোমাকে ভালবাসছি বলেই পেয়েছি স্বনির্ভরতা
তোমাকে ভালোবেসেছি বলেই পেয়েছি পরিপূর্নতা
তোমাকে ভালোবেসে হারিয়েছি নিজের অস্তিত্ব
তবুও অনাবিল শান্তি এই বুকে...
কারন........
তোমাতে আমি হারিয়ে গিয়েই পেয়েছি আজ
সত্যিকারের স্বাধীনতা ....
1 comment:
lykd it ....
khubi shundor kobita :)
Post a Comment