Wednesday, February 11, 2009

মেঘে ঢাকা মাঘী পুর্ণিমা

মেঘে ঢাকা

মাঘী পুর্ণিমা


১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৩





আমার আকাশে আজ অনেক মেঘ...
বৃষ্টির ঘন পর্দা আর মাথা উঁচু করে থাকা স্কাই স্ক্র্যাপার গুলোর জন্য
আমার আজ আকাশ দেখা হয়নি
আমার আকাশ আজ মেঘে ঢাকা
তাই খুজে দেখা হয়নি আমাদের সেই তারাটাকে,
যাওয়া হয়নি কালপুরুষ কিংবা সপ্তর্ষির কাছে ...
তোমার মান ভাঙ্গাতে তাদের সাহায্য নিতে চেয়েছিলাম
আজ আমাদের অতি প্রিয় সঙ্গী চাঁদটার দেখা আমি পাইনি
যার হাতে তোমার জন্য চিঠি পাঠাবো...
আজ নাকি পূর্নিমা .....
ভেবেছিলাম তোমার পাশে বসে হাতে হাত রেখে
বুকে টেনে নিয়ে পূর্নিমা দেখবো ....
কিন্তু হলো না ...


শুনেছি তোমার ওখানে নাকি আজ বৃষ্টি হয়নি
কুয়াশাও নাকি আজ বেরোয়নি তাদের ডেরা থেকে
মাঘি পূর্নিমার রাতে তারা নাকি চাঁদকেই রাজত্ব করতে দিয়েছিল
সহস্র মাইল দুরে থাকা ঐ চাঁদ, কালপূরুষ আর সপ্তর্ষি যেন
তোমার মতই অভিমান করেছে আমার সাথে ...
তাই হাজার মাইল দুরের তোমার দিকে হাত বাড়াই ....
তোমার কাছেই যেহেতু আমার সব অন্যায় আবদার
তাই তোমাকেই বলি --

তোমার চোখে আমি আজকের পূর্নিমা দেখতে চাই ....





.

No comments: