Tuesday, September 1, 2009

এখনো বোকাই রয়ে গেলাম ... বুদ্ধিমান হইতে পারলাম না

এখনো বোকাই রয়ে গেলাম ...

বুদ্ধিমান হইতে পারলাম না

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮





বড়ই দুঃখে আছি ... জীবনের এতগুলো বছর পার করে আসলাম তবুও এখনো বোকা ই রয়ে গেলাম ... বুদ্ধিমান হইতে পারলাম না ...

ছোটবেলা এক ঈদের দিন পাওয়া সবটুকু ঈদির টাকা একজন পত্রিকা হকার কে (যে আমাদের বাসায় পত্রিকা দিত, আর ঈদের আগের দিন ওদের বাসা থেকে সবকিছু চুরি হয়ে গিয়েছিল) দিয়ে দেয়ার পরে নিজের কাছে চকলেট কেনার জন্য এক টাকাও ছিল না ... সাথে বন্ধুরা সবাই বিভিন্ন জিনিস কিনে খাচ্ছিলো আর আমি বোকার মতো কিছু না কিনেই ওদের সাথে ঘুরে বেড়িয়েছিলাম ... ওদের একজন সেটা লক্ষ্য করে কি হয়েছে জিজ্ঞেস করে আসল ঘটনা জানার পরে আমায় ভৎসনা করে বলেছিল -- নিজের জন্য এক টাকাও রাখনি ... এত বোকা মানুষ হয় নাকি ...

স্কুলের এক খুব কাছের বন্ধুর পেন্সিল হারিয়ে গিয়েছিল, ওর বাবা মায়ের বকা আর মাইর থেকে বাঁচানোর জন্য নিজের জন্য কেনা একই রকমের নতুন পেন্সিল দেয়ার পরে বাসায় এসে বক্সে নতুন পেন্সিল না থাকায় আম্মুর কাছে অনেক বকা খেয়েছিলাম, তবুও শিক্ষা হয়নি ... বোকাই থেকে গিয়েছি ...

খেলতে গিয়ে পড়ে হাতে ব্যাথা পাওয়ায় ক্লাসের এক বন্ধু হোমওয়ার্ক করে আনতে পারেনি বলে টিচার তাকে মারতে গেলে বলেছিলাম, স্যার ওর হাতে ব্যাথা ... স্যার পরে তার পরিবর্তে আমি বেতের বাড়িগুলো খাব কিনা জিজ্ঞেস করায় সেটা নিরবে মেনে নিয়েছিলাম ... ক্লাস সুদ্ধ সবাই পরে বলে উঠেছিল ... অন্তুর মত বোকা আর কেউ নাই এই ক্লাসে ... মন খারাপ করে নিজেকেই বলছিলাম -- এর পরেও কি আমার বুদ্ধি হবে না ?

মন ভুলানো কান্না দেখে একবার নিজের জীবন বাজি রেখে কাউকে সাহায্য করার পরে যখন কেউ মুচকি হেসে বলে উঠেছিল, তুমি কেমন বোকা তাই পরীক্ষা করার জন্য একটু টেষ্ট করছিলাম তখন নিজের মাথার চুল ছিড়ে বলতে ইচ্ছে করেছিল, আমি এমন কেন ... একটু বুদ্ধি কি কখনোই হবে না আমার ?

অসুস্হ রুগীকে নিয়ে হাসপাতালে গিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়ার পরে যখন সে বলে উঠেছিল , আমার জন্য তুমি তো কিছুই করো নি ... অন্য কেউ হলে এর চেয়ে বেশী কিছু করতো ... মুখ বন্ধ করে নিরবে সেখান থেকে মাথা নীচু করার পরে চলে আসার পরের সপ্তাহেই যখন সে আবার অসুস্হ হলো, আবার তাকে নিয়ে হাসপাতালে দৌড়াতেই পরিচিত সবাই বলতে লাগলো ... এই বোকা ছেলেটার কখনো বুদ্ধি হবে না ... আসলেই তাই, এখনো আমি এমনই রয়ে গেলাম, একটুকুও বুদ্ধি হলো না ...

কারো জন্য যখন নিজের সবটুক উজাড় করে দেয়ার পরে তাদের হাতের ছুরিতেই নিজের পিঠ বিদ্ধ হতে হতে দেখি, তখন নিজের উপরেই চরম বিরক্তিভরে বলতে থাকি ... আমি যে বোকা সে বোকাই থেকে গেলাম, একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলেও এতটুকু বুদ্ধি হলো না আমার ...


কেউ যদি বার বার মিথ্যে কথা বলে আর ধরা খাওয়ার পরে স্বীকার করে মাফ চায়, তখন আর তার উপরে রাগ করে থাকতে পারি না ... নিজের ক্ষতি করে হলেও তাকে আবার মনের মত সব কাজ করতে দেই, তার পাশে দাড়াই ... আর আবার যখন তারা কোন নতুন দুঃসময়ের সামনে আমাকে দাড় করায় তখনই মনে মনে বলতে থাকি ... আমি যে বোকা ছিলাম তাই রয়ে গেলাম ... বুদ্ধিমান হতে পারলাম না ...

এই লেখাটা লিখতে লিখতে এখন মনে হচ্ছে, যারা আমাকে বোকা হিসেবে জানতো না তাদেরকেও এর প্রকার ঢোল বাজিয়েই বলতে চলেছি -- আমি বোকা ...

নাহ !! আমি আর কখনোই বুদ্ধিমান হতে পারলাম না .... এ আমার দ্বারা কখনো মনে হয় সম্ভব হবে না ।



No comments: