Tuesday, September 1, 2009

এক ফোটা জল আর এক পশলা বৃষ্টি

এক ফোটা জল আর এক পশলা বৃষ্টি

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৫






সামনে পরীক্ষা, পড়ার চরম চাপ আশেপাশের কয়েকজনের কারো মুখে কথা নেই ... মুখ গুজে ওরা চারজন জান প্রান দিয়ে সবাই পড়ছে... শুধু সন্ধ্যার মন পড়ে আছে অন্যখানে ... দুরে, বহুদুরে ... সেলফোনটা আর নোট দুটোতেই একসাথে বুলিয়ে যাচ্ছে তার চোখের দৃষ্টি ... কিছু একটা চাইছে ওর মন ... তবু বুঝে উঠতে পারছে না, সেটা কি ...

এর মাঝে বেজে ওঠে ওদের মাঝে একজনের সেলফোনে নির্দিষ্ট একটি রিং ... কল টা পিক করেই সে উঠে চলে গেল ঘরের অন্য পাশে ... এর পরে শুরু হলো ফিসফিসিয়ে গল্প ... অল্পক্ষন পরেই সে হাসিমুখে ফিরে এসে বলে -- ও ফোন করেছিলো ... এরপরেই মহা আনন্দে শুরু করে দিলো পরীক্ষার প্রস্তুতি ... সন্ধ্যার মনটা যেন আরেকটু খারাপ হয়ে গেল ... তবুও আবার চেষ্টা করলো পড়ায় মন বসাতে ...

আবার কিছুক্ষন পরে আরেকজনের সেল ফোনে একটা টেক্সট আসার সাথে সাথে সে কলব্যাক করে দুমিনিটেরও কম সময়ের উজ্জ্বল মুখে পড়ায় বসতেই সন্ধ্যার বুকটায় যেন হাহাকার করে উঠলো ... অনেক দুরের সে মানুষটা ব্যাস্ত আছে ঠিকাছে , তাই বলে একটা কল না হোক তাকে একটা টেক্সট ও করতে পারে না ?

বাইরে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়েছে, আকাশ বাতাস কাপিয়ে ঝরঝর করে যেন ঝরে পড়ছে সন্ধ্যার জমাট বাধা কষ্টগুলো ... দুরের মানুষটাকে বেশীক্ষন কল করার মত ক্রেডিট নাই ... টেক্সড করা যায়, কিন্তু তার যে ওর কন্ঠ শুনতে খুব ইচ্ছে করছে ... কি করবে কি করবে চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো ওদের গোপন সংকেতের কথা ...সাথে সাথে সেল হাতে নিয়ে তিনটে মিসকলে পাঠিয়ে দিলো মনের গোপন ইচ্ছেটাকে দুর দেশের সেই মানুষটির কাছে ....

শেষ বান্ধবীটির সেলে কল আসতেই সে ছুটে গেল জানালার ধারে ... মুগ্ধ নয়নে দাকিয়ে রইলো পথের ধারে দাড়িয়ে থাকা একজনের দিকে ... হাত নেড়ে ইশারায় ওরা একে অপরকে জানিয়ে দিলো, আমি ভাল আছি, তুমি ভাল থেক ... ওর ছুটে যাওয়া দেখে সন্ধ্যার চোখে যেন জলের বান ডেকে উঠলো ... ঘাড় ঘুরিয়ে বারান্দায় ছুটে গিয়ে দাড়াতেই কষ্টের কান্না যেন গলা পেরিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইলো ... আনমনেই যেন সেলফোনের উপরে গড়িয়ে পড়লো দু ফোটা জল ... অমনি যেন প্রান ফিরে পেল সেলফোনটি ... বেজে উঠলো বহু প্রতিক্ষীত নির্দিষ্ট সেই রিং টোন টি ...
সে বললো -- কাঁদছ কেন ?
সন্ধ্যা চোখ মুছে বলে -- কৈ না তো ....
সে বললো -- তবে ?
শেষ কথাটি সন্ধ্যার কানে গেলেও ওপাশের কন্ঠস্বর ছাপিয়ে যাওয়া কিসের আওয়াজ শোনা যায় ... জিজ্ঞেস করতেই জানতে পারলো ... সে মানুষটিও বৃষ্টির মাঝে দাড়িয়ে ওর দিকে হাত বাড়িয়ে আছে আর বলছে --- সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসছি আমি তোমার জীবনে বৃষ্টি হব বলে ....



No comments: