অপেক্ষার শেষপ্রান্তে দাড়িয়ে
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩২

আকাশে কালো মেঘের ঘনঘটা
থমথমে নিস্তবদ্ধতা চারিদিক
পাখিরা সব নিড়ে ফেরে
উই পোকারা ছাড়ে নিজের ঘর
পাশের বাড়ীর কুকুরটা
ডেকে চলেছে অবিরাম
ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে
দাড়িয়ে যায় গায়ের লোম
খরতাপে ফাটা মাটিতে দাড়িয়ে
দু-হাত মেলি আকাশ পানে
নিষ্প্রান দুই আশাহত চোখে
শুকিয়ে গিয়েছে সব নোনাজল
শুষ্ক ঠোটে কেঁপে ওঠে
অনুচ্চারিত প্রার্থনা
শেষ কবে হবে অভিশপ্ত সময়
এক পশলা বারিধারায় ....
No comments:
Post a Comment