Tuesday, October 6, 2009

শতবর্ষ পেরিয়ে নতুনের প্রত্যাশায়

শতবর্ষ পেরিয়ে

নতুনের প্রত্যাশায়

০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫






চায়ের কাপে পড়ে থাকা
তলানীটা যেন
এঁকে দেয় জীবনের
শেষ মূহুর্তের জল ছবি

পুরোনো পিরিচে রাখা
ভাঙ্গা কাপ টিতে যেন পাওয়া যায়
খুব পরিচিত কোন একটি জীবনের
জীবন্ত প্রতিচ্ছবি

এক পা ভেঙ্গে দাড়িয়ে থাকা
টি-টেবিলটা যেন
পরিপূর্ন এ জগৎ সংসারের
অবাক বিশ্ময়

নড়বড়ে ঘুনে ধরা ইজি চেয়ারটা
জীবনের শেষ মূহুর্তেও
কালের সাক্ষী হয়ে বয়ে চলেছে
অপ্রয়োজনীয় কিছু বোঝা

জানালার পাশ ঘেষে পড়ে থাকা রংচটা পর্দাটা
যেন কোন পরাজিত সৈনিকের মত
গুটিয়ে রেখেছে নিজেকে

তার কোল ঘেষে
গ্রীলের ফাঁক দিয়ে
ছড়িয়ে দেয়া হলো
ধুসর চোখের বিবর্ন স্বপ্ন

ব্যাথিত সময়ের উৎসুক মন
মেঘাচ্ছন্ন হৃদয়ের সুপ্ত বাসনায়
শতাব্দীর শেষ প্রান্তে দাড়িয়ে
নতুন সূর্যোদয়ের অপেক্ষায়....



No comments: