ছড়ায় ছড়ায়
অন্তুর বাস্তব শিক্ষা লাভ
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২০

সেদিন জ্বর নিয়ে কাজে গিয়েছি, কাজ করতে করতে একে তো রাত হয়ে গেল সেই সাথে জ্বর বাড়তে লাগলো , ফলাফল - রাতে ফেরার মত অবস্হা ছিল না, তাই ওখানেই থেকে গেলাম রাত টুকু ... পরের দিন বাসায় যাইনি শুনে এক আঙ্কেল বয়সী আরেক কো-ওয়ার্কার কে নিয়ে আমার পাশে বসলো ,
বসে বললেন --> অন্তু রাতে যাও নাই বাসায় তো কেউ কিছু কয় নাই ?
আমি কইলাম --> বাসায় আর কেউ নাই যে খবর নিবে বাসায় ফিরোনা ক্যান ...
উনি কইলো --> আমার অবস্হা কি দেখসো ? একটু দেরী হইলেই ফোনের পর ফোন আসতে থাকে, কৈ আছি, কি করি আরো কত কি ... তোমার ও একই অবস্হা হয়ে যাবে ...
আমি আসকাইলাম --> ক্যামনে ?
উনি বললেন --> ক্যামনে ? তাইলে একটা প্রচলিত ছড়া শুনো --
যখন তোমার দুই পাও (পা)
যেখানে খুশী সেখানে যাও
যখন তোমার চার পাও (পা)
আমায় সাথে নিয়ে যাও
যখন তোমার ছয় পাও (পা)
বাব তুমি কৈ যাও ....
এইবার বুঝতে পারসো ?
ছড়া শুনতে শুনতে অন্তুর মনে ভেসে ওঠা কয়েকটি দৃশ্যের ছবি অনেকটা এই রকম ---
প্রথম দৃশ্য
দ্বিতীয় দৃশ্য
শেষ দৃশ্য
ছবি কৃতজ্ঞতায় -- গুগল মামা
No comments:
Post a Comment