Wednesday, July 29, 2009

তিনা মিনার দুষ্টুমিতে চিড়েচ্যাপ্টা বন্ধু... অতঃপর ...

তিনা মিনার দুষ্টুমিতে চিড়েচ্যাপ্টা বন্ধু... অতঃপর ...

০১ লা জুলাই, ২০০৯ রাত ১:১৯





আমি আবার সহযে মানুষকে না বলতে পারি না, বিশেষ করে যদি সেটা হয় সাহায্য বিষয়ক এবং আমার সামর্থ্যের মধ্যে ... তবে এতে করে যে মানুষ শুধু উপকৃত (অথবা অন্যকিছু) হয় তাই না, বরং আমার অভিজ্ঞতার ঝুলিতে নতুন নতুন কাহিনী সংযুক্ত করে তবেই তারা ক্ষান্ত হন .... তেমনি একটি ঘটনা সংক্ষেপ এইরকম -->>

একদিন বিকেলে খেলার মাঠে এক হাফপ্যান্ট আমলের বন্ধু হন্তদন্ত হয়ে ছুটে এলো আমার কাছে .... বললো - দোস্ত বুকের মধ্যে কেমন কেমন করে ...
আমি আসকাইলাম -- আমি কি ডাক্তার নাকি যে ট্যাবলেট নিতে আইছিস !

বন্ধু কইলো -- নারে দোস্ত সে সমস্যা না, কেইস অন্যখানে ...
আমি কইলাম -- সমস্যা যদি বুইঝা ফালাইসস তো আমার কাছে আইসস ক্যান , নিজে গিয়ে সমাধান কর না ...

বন্ধু কইলো -- প্যাঁচটা একটু বেশী লাগছে রে, আমি নিজেই ঠিক বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে কি করুম ...
আমি কইলাম --- ঘটনা সংক্ষেপে বইলা ফালা, এর পরে দেখি কি করা যায় ...

ঘটনা হইলো, কিছুদিন আগে আমার বন্ধু তার আরেক বন্ধুর বাসায় প্রথম গিয়েছে কোন এক কাজে ... ঠিকানা খুজে নম্বর মিলিয়ে বাসা বের করে দরজায় নক করার পরে কেউ একজন দরজা খুলতেই দরজার সাথে সাথে ওর মনের ঘন্টা নাকি ডি ডং করে বাজা শুরু হয়ে গিয়েছিলো ...বন্ধুর নাম বলার পরে তাকে সুন্দর অভ্যর্থনা জানিয়ে ড্রাইংরুমে বসতে দেয়ার মাঝে ওর হৃদয়ের ঝাড়বাত্তিতে আগুন জ্বালায়ে নাকি সে যখন ঘরের ভিতরে চলে গিয়েছে ... এর খানিক্ষন পরে এক ট্রে নাশ্তা নিয়ে সে ঢুকতেই এমন একটা ল্যুক দিলো যেন একটু আগে সে ওকে দেখেইনি ... এর পরে তাকে আবার জিজ্ঞেস করছে -- কার কাছে এসেছ ? ... বন্ধু আমার পুরা টাশকিফাই ,মনে মনে বলে একটু আগে সে আমারে আপনি কইরা কথা কইলো, এখন কয় তুমি ... একটু আগে আমি কইলাম সবুজের কাছে এসেছি, সেইটা দেখি বেমালুম ভুলে গেছে ... ঘটনা কি ... সাহস কইরা বইলাই ফেলসে যে- একটু আগে না বললাম আমি সবুজের বন্ধু , ওর কাছে এসেছি আপনি ভুলে গেছেন ? এর পরে নাকি ঝাড়া ২ মিনিট জ্ঞান বিতরনের পরে উনি জানালেন, একটু আগে যে দরজা খুলেছিলো সে নাকি ছোট বোন আর তিনি বড় বোন ... অথচ গলার স্বর, দেখতে আর কথা বলার স্টাইল সব নাকি এক রকম ... এখন আমার বন্ধু তো ছোটজনের জন্য কঠিন দিওয়ানা হয়ে গিয়েছে , তাকে কিছু কথা সে বলতে চায় বলে কয়েকবার নাকি ওদের বাসার ফোন ও করেছে ... কিন্তু কে যে ধরে তা সে বুঝতে পারে না বলে এটা সেটা বলে কাটিয়ে দিচ্ছে ... আসল কথা কোনভাবেই বলা সম্ভব হচ্ছে না ...

আমি বললাম -- তো সরাসরি গিয়ে বল না, তাইলেই তো কাহিনী শেষ, এখানে পরামর্শের কি আছে ?
বন্ধু বলে -- না দোস্ত , চেহারাও তো এক রকম, ছোটজন ভেবে বড় জনরে বললে মাইর একটাও মাটিতে পড়বে না ...

আমি -- তো এখন আমি কি করতে পারি ?
বন্ধু -- আমি ওর বাসায় ফোন করবো তুই একটু আমার সাথে থাকিস , তাহলেই চলবে ...

আমি -- ও ! এই ব্যাপার ... ঠিকাছে থাকুমনে তোর সাথে, কবে করবি ?
বন্ধু -- কবে মানে ? এখন বাসায় চল; আজকেই ফোন করবো ...

বলেই আমাকে একরকম টেনে হিচড়ে নিয়ে চললো ওদের বাসায় ... ওর ঘরে ফোন এনে সবুজের বাসার নম্বর দিয়ে আমাকে বলে তুই ফোন কর ...
আমি বলি -- দেখ ! তুই ওদের গলা শুনেছিস, দেখেছিস ... আমি সাথে আছি, ফোন তুই কর ...

কাপা কাপা হাতে বন্ধু আমার ফোন লাগায় সবুজের বাড়িতে ...সেই সাথে স্পিকার অন করে শুনতে থাকি আমরা দু জনে ওপাশে রিং হচ্ছে .... একটু পরে ওপাশ থেকে কেউ একজন ফোন ধরে বলে -- হ্যালো !
বন্ধু -- হ্যালো তিনা আছে ?
ওপাশ থেকে -- আপা তোর ফোন এসেছে, এদিকে আয় তো ...

ঘটনা কোথাও প্যাচ খাইসে বুঝতেই আমার চোখের দিকে তাকিয়ে কড়াৎ করে ফোন কেটে দিয়ে বন্ধু বলে চরম মিস্টেক হয়ে গেছে রে দোস্ত ...
আমি আসকাইলাম -- ঘটনা কি হইলো এইটা ?
বন্ধু বলে -- দুইজনের নাম তো জানতাম, কিন্তু কোনটা কার নাম এইটা তো জানি না, এজন্য আসল মানুষ ধরসে আর ডাকতে কইসি বড় জনরে ...

আমি কইলাম -- আচ্ছা নে, আবার ট্রাই কর ....
রিং হওয়ার একটু পরে ওপাশ থেকে বললো -- হ্যালো
বন্ধু -- হ্যালো মিনা আছে ?
ওপাশ থেকে -- আমি তিনা বলছি, আপনি আমার কাছেই না ফোন করেছেন একটু আগে?
বন্ধু -- না , আসলে আমি মিনাকে চাচ্ছিলাম, ভুল করে তিনা ডেকে ফেলেছিলাম
ওপাশ থেকে -- আচ্ছা, ঠিক করে বলেন আপনি কাকে চাচ্ছেন ?
বন্ধু -- আমি মিনাকেই চাচ্ছি, ওর সাথে একটু কথা বলা যাবে প্লিজ ?
ওপাশ থেকে -- নিশ্চই বলা যাবে , আপা নে ধর তোর ফোন !!
বন্ধু আমার এইবার পড়ে গেল চরম বিভ্রান্তিতে ... কি বলবে কি বলবে না বুঝে উঠতে না পেরে বলে বসলো -- তিনা আর মিনার মধ্যে বড় কে আর ছোট কে ? :|

এটা তো যেন ওর কথা না যেন লাফিং গ্যাস ছিল ...এপাশে আমরা দুজন টেলিফোনের ওপাশে শুনি তিনা মিনার হেচকি তুলে দুজনের হাসির বন্যা বয়ে যাচ্ছে ... হঠাৎ কড়াৎ করে ফোনটা কেটে যেতেই বন্ধু রিডায়ালে চাপ দিলো .... একটু পরে ওদিক থেকে গম্ভীর কন্ঠে একজন জিজ্ঞেস করলো -- হ্যালো, কাকে চাই ?
একটু আগেই বন্ধুর কথায় ওপাশের হাসির বন্যার কারনে মেজাজটা তিরিক্ষি হয়ে ছিল ... তাই বন্ধু কিছু বলার আগেই আমি বললাম -- তিনা মিনার মধ্যে আপনি কোনটা বড়টা নাকি ছোট টা ?
ওপাশ থেকে গম্ভীর কন্ঠে উত্তর এলো -- আমি ছোট বড় কোনোটাই না, আমি ওদের আম্মু ! :| :| :|


No comments: