Wednesday, July 29, 2009

অন্ধকারের দ্বন্দ, দ্বন্দের অন্ধকার

অন্ধকারের দ্বন্দ, দ্বন্দের অন্ধকার

০৯ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪২






হাতের তালুতে লুকানো সিগারেটের জ্বলন্ত আগুনের উত্তাপটা সরাসরি হাতে লাগছে, তবুও ওটাকে বাইরে বের করা সম্ভব না এই ঘুটঘুটে অন্ধকারে দুর থেকে কেউ দেখে ফেলার ভয়ে ... অনেকক্ষন ধরে এক জায়গাতে বসে থাকায় অন্ধকারটা চোখে সহ্য হয়ে যাওয়াতে তা এখন আর আগের মত বিভীষিকাময় মনে না হলেও মনের অস্বস্হি এখনো ঠিক কাটছে না ... সেটাকে দুর করার জন্যই পকেট থেকে সিগারেটের প্যাকেট টা বের করতেই বাপ্পী বলে উঠলো, না জ্বালালে হয় না ? দুর থেকে ওরা দেখে ফেলতে পারে তো ... আগুনের চিন্হ সে পর্যন্ত দেখতে পাবে না কথা দেয়ার পরেই সে সিগারেট টা জ্বালাতে দিয়েছিল... দু সেকেন্ডের মধ্যে সেটা জ্বালিয়ে মুহুর্তের মাঝে হাতের তালুর ভিতরে নিয়ে গাছের আড়ালে ঘাপটি মেরে বসে টানটে টানতে মনের মাঝে একটিই চিন্তা ঘুরপাক খাচ্ছিলো -- কাজটা কি ঠিক হচ্ছে , পরে কি হতে পারে ... কেন এমন কাজ করতে যাচ্ছে আজকে ওরা ... কাজটা করার পরে তার নৃশংসতা কি ও কখনো ভুলতে পারবে ? ... ধুর ! এসব চিন্তা কেন তার মাথায় আজকে আসছে ... আগে এমন অনেক ঘটনার সাক্ষী সে ... কৈ সে সব সময়ে তো কখনো তার মনে কোন ধরনের ভয়, আশংকা অথবা দ্বিধা কাজ করেনি ... মনের মাঝে উকি দেয়নি কোনরূপ প্রশ্নবোধক চিন্হ ! ... তবে আজকে কেন এমন হচ্ছে ... সেটা কি তাহলে ঐ মানুষটার জন্য ? ... হয়ত তাই ... অথবা না ... অথবা এর মাঝে আছে অন্য কিছু .... নাহ ! আর ভাবতে চায় না সে ... এ সব তাকে ক্রমাগত মনে মনে দুর্বল করে ফেলছে ... দুর্বল মানুষের জন্য এ পৃথিবী না , অনেক দেখেছে, অনেক শিখেছে এই ঘুনে ধরা সমাজের কাছ থেকে ... এখন সে তাই করবে যা তার কাছে ঠিক মনে হয়েছে, অন্তঃত এই মূহুর্তে ঠিক মনে হচ্ছে ... কারো কথা মনে করে এই সময়টাতে নিজের বুকে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখাকে কোনরকমেই সে নিভাতে চায় না ... কখনোই না !!!

চার পাচ জনকে একটা বড় কিছু উঁচু করে আনতে দেখেই চোখের নিমিষে চোখ থেকে ঠিকরে বেরুতে থাকলো রক্তের নেশা ... মূহুর্তের মধ্যে বাষ্পের মতো উধাও হয়ে গেল এতক্ষনের তিলে তিলে জমে ওঠা শত দ্বিধার বরফ দেয়াল ... রক্ত মাংস থেকে যান্ত্রিক মানুষে পরিণত হতেই অতি অভ্যস্ত হাতে ওরা সবাই মেতে উঠলো নরপিশাচীয় তান্ডবলীলার উল্লাসে !!!

No comments: