Wednesday, July 29, 2009

অনন্ত যাত্রার অপেক্ষায় !!!

অনন্ত যাত্রার অপেক্ষায় !!!

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১১





ক' দিন থেকে মনটা খুবই খারাপ হয়ে আছে ... কোন কিছুই সহ্য হইতেছে না ... কি করলে যে মনটা ভাল হবে তাও বুঝতেছি না ... যা ই করিনা কেন, মনটা আরো বেশী বিলা হয়ে যাচ্ছে ... জানের দোস্তটারে ভালমতই বকাবকি করে যাচ্ছি, হাসিমুখে সে আবার আমার সব পাগলামী সহ্য করে যাচ্ছে ... কখন কি করছি বুঝতে পারছি না ... কিছুক্ষন আগে লেবু চা বানিয়েছিলাম ... সেটা যে বানিয়েছিলাম তা নিশ্চিত ...



কিন্তু একটু আগে মগের দিকে হাত বাড়াতেই দেখি শুকনো মগ পড়ে আছে ... কখন যে সেটা শেষ করে ফেলেছি নিজেই জানি না ... অনেকক্ষন চিন্তা করেও খুজে পেলাম না ... কখন চা টা শেষ করেছি ....



সকাল বেলা একটু বাইরে গিয়েছিলাম ... গাড়ি পার্কিং করার পরে হঠাৎ চোখ পড়লো একটা খরগোসের উপরে ... গোলাপফুল গাছের নীচে খরগোস ... দেখতে সুন্দর লাগলেও ... মনটা যেমন তেমনই থেকে গেল ....



কাছে গিয়ে দেখি যে ফুলের দিকে তাকিয়ে মন ভাল করতে চাই সে নিজেই বিবর্ন হয়ে পড়েছে ......



হলুদ গোলাপটার কাছে গিয়ে মনটা একটু ভাল লাগলো ওর সতেজতা দেখে ....



তবে মনটা আবার খারাপ হয়ে গেল পাশে ফুটে থাকা গোলাপগুলোর দিকে তাকিয়ে ...



গোলাপের গাছটির দুরাবস্হা দেখে ওকে কেন জানি খুব আপন মনে হলো ... যে ফুল মানুষের জীবনে আনন্দের বারতা নিয়ে আসে, সে আজ বিমর্ষ হয়ে শুকিয়ে মরে যাচ্ছে ... এক সময় যার মুগ্ধতায় পৃথিবীর সকলেই বন্দনারত থাকতো ... আজকে সে মৃতপ্রায় ,অবহেলিত, অনাকাঙ্খিত .... অনন্ত যাত্রার অপেক্ষায় কেটে যাচ্ছে তার প্রতিটি মুহুর্ত !!!

No comments: