কথোপকথন :মন শুধু মন ছুয়েছে
২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২৩
>> হ্যালো
>হাই
>> কেমন আছিস ?
> এইতো, তুই কেমন আছিস ?
>> তুই যেমন রেখেছিস ...
> আমি আবার তোকে কেমন রাখব ?
>> সে জানি না, যেমন রেখেছিস, তেমনটাই আছি
> আমি কি তোর বেবী সিটার নাকি যে, যেমন রাখব তেমনটা থাকবি ?
>> হয়ত, হয়ত না ...
> এমন হেয়ালী করছিস ক্যান ?
>> ওটা করতে যে আমার ভালো লাগে...
> তাই বলে সবসময় ?
>> তোর সাথে করবো না তো কি মাঠের লোকের সাথে করবো নাকি ?
> তা তো বলিনি
>> তাহলে, কি বলতে চাচ্ছিস ?
> জানতে চাচ্ছি এই মুহুর্তে কেমন আছিস ...
>> তা জেনে কি হবে ?
> না জানানো টা খুব একটা ভাল কিছু হবে ?
>> আমি কিন্তু এমন কিছু বলিনি
> তাহলে বলতে দোষ কোথায়, তুই কেমন আছিস ?
>> দোষ নেই , শুধু আমি বলতে পারব না আমি কেমন আছি ...
> কিন্তু ক্যানো ?
>> কারন ওটা তোর কাজ, আমার না
> মানে ?
>> আমার মনটা কোথায় ?
> এইযে এইখানে ... আমার কাছে
>> তাহলে সেটা কেমন আছে জানিস না কেন ?
> ওরে ওরে ওরে ... বলে কি বান্দরনী ... ওটা সহী সালামত আছে, চিন্তায়ো না ...
>> তাইলে তুমি ওটার খবর আমার কাছে কেন জানতে চাইলে ?
> আচ্ছা বাবা, ভুল হয়েছে ... এবারের মত কি ক্ষমা করা যায় ?
>> হুমমম, চিন্তা করে দেখতে হবে
> মানে কি ?
>> দেখা যায় !
> আমার মন কি তোমাকে এই সব বুদ্ধি দিচ্ছে নাকি ?
>> দিলে ক্ষতি আছে ?
> উহু, তা নেই
> তবে ?
>> আমার মন কেমন আছে ?
>> ওটাকে আমি তোমার থেকেও বেশী যত্ন করে আগলে রেখেছি আর শোনো, ওটা আমার সম্পত্তি ... ওটাকে কেমন রাখবো সে আমার ব্যাপার, বুঝলে ?
> আচ্ছা, আচ্ছা ... ঠিকাছে
>> আর তোমার কাছে যেটা আছে সেটা কিভাবে রাখবে সেটা কিন্তু তোমার ব্যাপার, ওর ব্যাপারে আমি কিছু বলবো না ...
> ঠিকাছে, ওটাকে আমি নিজের চেয়েও বেশী ভালবাসি, তাই ওটাকে কেমন রাখব সে আমি জানি ...
>> কি বললে ?
> আমার মন কে আমি আমার চেয়েও বেশী ভালবাসি ...
>> মানে কি ?
> আমার কাছে যে মনটা আছে, সেটা কার ?
>> তোমার
> ঠিক তাই ... আমার সেই মন কে আমি আমার চেয়েও বেশী ভালবাসি
>> আমি কিন্তু আমার কাছে আমার যে মন আছে তাকে তোমার চেয়ে বেশী ভালবাসি
> তুমি পারবে না আমার চেয়ে বেশী ভালবাসতে ...
>> কিভাবে বলতে পারলে এটা ?
> কারন আমি জানি তুমি পারবে না
>> যদি বলি তুমি পারবে না ?
> তবে পরীক্ষা করে দেখা যাক ?
>> তাই সই, পরীক্ষা করেই দেখা যাক
> ঠিকাছে, আমার হাতে হাত আর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে দেখ তোমার মনকে
>> আমার মন ....
> বলো মন ...
অতঃপর শুরু হলো কথোপকথনের দ্বিতীয় পর্ব , যেখানে দুটি মন ভালবাসার ভেলায় চড়ে অনর্গল কথা বলে চলে - চুপি চুপি, নিঃশব্দে ... হাতে হাত ধরে একসাথে অনন্ত পথ পাড়ি দেয়ার প্রত্যাশায় ....
No comments:
Post a Comment