Wednesday, July 29, 2009

অরুনালোয় উদ্ভাসিত শব্দগুচ্ছ

অরুনালোয় উদ্ভাসিত শব্দগুচ্ছ

২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮





জীবনের গতি প্রকৃতিতে সময়ের আবর্তনে বিভিন্নতা লক্ষ্যনীয় ... হয়ত তা সময়ের প্রয়োজনেই অথবা বন্ধুরতার প্রেক্ষিতে ... জীবন ঘড়ির অবিরাম গতিময়তা একদিকে যেমন শুনায় পূর্নতার বানী তেমনি অন্যদিকে নীরবে বেজে চলে বিদায়ের সুর ... অতি আকাংখিত প্রদীপের আলোয় উদ্ভাসিত ঘরে আনন্দের বন্যা বইলেও এর মাঝেই লুকিয়ে থাকে অবশ্যম্ভাবী নিকষ কালো অন্ধকারের ছায়া ... চাদের স্নিগ্ধতা শুধু রাতেই বিদ্যমান, তাকে দিনের আলোয় খুজতে যাওয়া বোকামীর নামান্তর ... খরস্রোতা নদীতে থাকে চর জেগে অস্তিত্ব বিলীনের ভয় অথবা পাড় ভেঙ্গে রাক্ষুসে নদীতে পরিণত হওয়ার আশংকা ...



ধরাভুমিতে এ রঙ্গমন্চের জুয়া খেলায় সূর্যকে বড় আপন মনে হয়, নিজেকে নিঃশেষ করে অন্যকে আলো প্রদানের মাধ্যমে একদিকে যেমন নিজের অস্তিত্বের প্রকাশ ঘটাচ্ছে, তেমনি নিজের পরিনতির কথা জেনেও নিঃস্বার্থভাবে নিজের সামর্থ্যের শেষ বিন্দুটুকুও উৎস্বর্গ করছে সকলের তরে ...নিকষ কালো আধার রাত যেখানে তার প্রবেশাধিকার নেই, সেখানেও চাঁদ কে তার আলো দিয়ে মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে এ জগৎ সংসার ... তাইত অস্তগামী সূর্যের মতই আজ বলতে ইচ্ছে করে -- সূর্য আমি ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব !!!


ছবি © অনন্ত দিগন্ত

No comments: