Wednesday, July 29, 2009

বৌ এর সাথে আম্মু আমাকে পরিচয় করায়ে দিলো ... এবং

বৌ এর সাথে আম্মু

আমাকে পরিচয় করায়ে দিলো ... এবং

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:১৬







আলো ঝলমলে কমিউনিটি সেন্টারে লোক জনের আনাগোনা শুরু হয়েছে অনেক আগেই। ভিতরে লোকজনের ভিড় থেকে দুরে যাওয়ার লক্ষ্যেই একটু বাইরে পা রেখেছিলাম, অমনি আংকেল ডাক দিলো -- অনন্ত, এই দিকে আসো তো ... উনার কাছে যেতেই বললেন -- তুমি এইখানে কি করো ... এখানে যারা গেস্ট আসছে ওদেরকে তোমরাই তো রিসিভ করবে , ভিতরে নিয়ে যাবে , তারা ঠিক মতো খাচ্ছে কি না তদারকি করবে ... আমি বললাম -- আংকেল, ভিতরে তো অনেক মানুষ, এ জন্য একটু বাইরে বাতাস খেতে বের হয়েছিলাম, এক্ষুনি যাচ্ছি ভিতরে ... গেটের দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া টা ঘেমে একাকার অবস্হা ...

আসলে বিয়ে টা ছিল আমার আব্বুর বন্ধুর ছেলের , ওদের সাথে তেমন একটা যোগাযোগ না থাকার কারনে বলতে গেলে কাউকেই চিনতাম না ... বৌ ভাতের আগের কোন অনুষ্ঠানেও আমার তাই যাওয়া হয়নি ... এমন কি বৌ কে ও তখনো আমি দেখিনি ... তবে আমাদের "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর" গ্রুপের কথা তাদের জানা থাকায় বৌ ভাতে আমাদের সবাইকে বিশেষ ভাবে দাওয়াত করেছিলেন, অবশ্য তার পিছনে অন্য একটা কারন ও ছিল ... সে না হয় অন্য দিন বলবো ...

যাই হোক, ভাইয়াটার কাছে গিয়ে বললাম -- ভাইয়া আপনার তো চরম খারাপ অবস্হা , এক কাজ করেন ভিতরে গিয়ে একটু রেষ্ট নেন আমরা গেস্ট দেরকে রিসিভ করছি ... তখনো একে একে অনেক গেস্ট আসছে আর আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিতরে পাঠাচ্ছি ... এর মাঝে একজন বেশ রাশভারী লোক তার ফ্যুল ফ্যামিলি নিয়ে এসেছেন, উনাদেরকে রিসিভ করে ভিতরে পাঠাচ্ছি এমন সময় উনার এক মেয়ে আরেকটা কে বলে উঠলো রিসিভ করার কথা টিপু ভাই এর, এইটা আবার কে ? কথাটা শুনে পাশে দাড়ানো আমার এক দোস্ত ফিসফিসায়ে উত্তর দিলো -- টিপু ভাই তো "গন" কেস, এর আগে পিছে কেউ নাই একে হবু বর বলতে পারেন ... তাইতো একে দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে ... ফিসফিসায়ে বললেও কথাটা ওদের কানে চলে গেছে -- আংকেলটা ঘুরে গিয়ে চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকাতেই এমন একটা নিষ্পাপ হাসি উপহার দিলাম যে উনি আর কিছু না বলেই ভিতরে চলে গেলেন। এভাবেই কেটে গেল আরো কিছুক্ষন সময় ... একসময় দেখি টিপু ভাই বাইরে এসে আমাকে এই চরম ঝামেলার কাজ থেকে নিষ্কৃতি দিয়ে বললেন -- সবাই খেতে বসেছে তোমরাও খেতে যাও ...

আমরা সব বন্ধু একসাথে খেতে বসবো এমন সময় একজন আমাকে জিজ্ঞেস করলো -- অনন্ত বৌভাত খেতে এসেছিস, কিন্তু তুই কি বৌ দেখেছিস ? ... আমি ও বলি -- আরে তাই তো, বৌ না দেখেই বৌভাত খাই ক্যামনে ... যেই চিন্তা সেই কাজ ... ৪ - ৫ জনের আমাদের গ্রুপ চলে গেলাম বৌ দেখতে ... স্টেজটা ছিল একটা আলাদা কামরায় ... ওখানে যেতেই সামনে পড়লো আম্মু ...আমাদেরকে জিজ্ঞেস করলেন -- তোমরা খেয়েছ ? ... বললাম -- উহু , বৌ না দেখে খাবনা আমরা, এ এখন জন্য বৌ দেখতে এসেছি তো , আগে বৌ এর সাথে পরিচয় হই, এর পরে খাব ... আম্মু বললেন -- স্টেজের দিকে অনেক ভীড়, একটু অপেক্ষা করো ...
আমি বললাম -- টিপু ভাই এর বৌ যতক্ষন না দেখতে পাই ততক্ষন নিজের টা তো দেখি কি বলেন ? B-)
আম্মু বলেন -- কি ? X(
আমার সাথে দোস্ত বলে -- আন্টি , টিপু ভাই এর বৌ তো স্টেজে বসা, আমাদের গুলো কৈ দেখি না যে ... সব তো বুড়ি দেখা যায় :P

এই শুনে আম্মু বলে -- বান্দর গুলোকে এইখানে ঢুকতে দিসে কে ? ভাগ তোরা এখান থেকে ... একটু আগেও নাকি তোমরা বৌ এর বড় মামাদের সাথে বান্দরামী করসো শুনেছি X(
আমরা বলি -- আমরা কখন আবার কি করলাম, কে যে কি শুনাইসে আপনাদের কে জানে :| ...

এমন সময় জড়োয়া গহনা পরে একজন তার সেই মামতো বোনদের নিয়ে আমাদের কাছে এসে আম্মুকে বললো -- আন্টি , এইটাই অনন্ত ?

আম্মু হেসে দিয়ে আমাকে বলে --- দেখে নাও ভালো করে , এইটা তোমাদের টিপু ভাবী .... এর পরে বৌ এর দিকে তাকায়ে বললো --- আর এইটাই হলো আমার সেই বান্দর ....

No comments: